ক্ষমতা ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুদ্রার অপর পিঠটাও দেখলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পরই কলম্বোতে সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে সঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে কলম্বোতে শ্রীলঙ্কার শাসক দলের একজন পার্লামেন্ট সদস্যসহ ৫ জন নিহত হয়েছে। এছাড়া সংঘর্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে পুলিশ বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছিলো, সংঘর্ষ চলাকালে কলম্বোর নিতাম্বুওযয়া এলাকায় বিক্ষোভকারীরা এমপির গাড়ি ঘিরে ধরে। এ সময় এমপি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান। এতে দুই বিক্ষোভকারী গুরুতর আহত হন। পরে আহত দুইজনের মধ্যে এক বিক্ষোভকারী মারা যান।

এদিকে এর জেরে বিক্ষোভ আরও জোরদার করে আন্দোলনকারীরা। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ব্যক্তিগত বাসভবন জ্বালিয়ে দেয় তারা। এছাড়াও রাজাপাকসে ভাইদের রাজনৈতিক দল পোদুজানা পেরুমুনার প্রধান কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে।

এদিকে, সাধারণ জনগণের পাশাপাশি শ্রীলঙ্কার রাজনৈতিক ছাত্র সংগঠন ইন্টার ইউনিভার্সিটি স্টুডেন্টস ফেডারেশনও আন্দোলনে যোগ দিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডেইলি মিরর।