ধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামি পাঁচ বছর দেশের উন্নয়ন করাই এখন একমাত্র লক্ষ্য। সেজন্যে দেশ ও জনগণের কল্যাণে কাজে আসে এমন সব প্রকল্প গ্রহণের জন্য পরিকল্পনা কমিশনের কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার ২৪ জানুয়ারি সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রকল্প বাস্তবায়নে ধীরগতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে আলোচনার বিষয়, সরকারি বিনিয়োগের গতি পর্যালোচনা, সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, সংশোধন, পরিমার্জন, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের অগ্রগতিসহ নানাবিধ ইস্যু। বৈঠকের শুরুতে পদাধিকার বলে কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান পরিকল্পনামন্ত্রীসহ কমিশনের সদস্যরা।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালে উন্নত দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ। এতে যেমন নতুন কিছু সযোগ-সুবিধা যোগ হবে তেমনই কমবেও। তাই সামনের দিনে চলতে হবে এসবের সঙ্গে খাপখাইয়ে।
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, আগামী ৫ বছর শুধুই দেশের মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি।