ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে হাইভোল্টেজ ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও আর্সেনালকে ২-২ গোলে রুখে দিয়েছে লিভারপুল। দুই ব্রাজিলীয় তারকা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও গ্যাব্রিয়েল জেসুসের গোলে ২৮ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গানাররা। ৪২ মিনিটে ব্যবধান কমালেও পরে পেনালটি মিস করে লিভারপুলের হতাশা বাড়ান মোহামেদ সালাহ। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে সমতাসূচক গোলটি করেন রবার্তো ফিরমিনো। হোঁচট খেলেও ৩০ ম্যাচে ৭৩ পয়েট নিয়ে শীর্ষেই আছে আর্সেনাল। ২৯ ম্যাচে ৬৭ পয়েট নিয়ে দুইয়ে ম্যানসিটি।
ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের দেওয়া পাস পায়ে নিয়েও নিয়ন্ত্রণে আনতে পারেননি ফন ডাইক। বল পেয়ে বক্সে ঢুকে দারুণ শটে জাল খুঁজে নেন মার্তিনেল্লি। ২৮তম মিনিটে ব্যবধান বাড়ান জেসুস। মার্তিনেল্লির ক্রস বক্স থেকে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৪২তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ। জর্ডান হেন্ডারসনের পাস থেকে প্রথম স্পর্শেই জাল খুঁজে নেন মিশরের এই ফরোয়ার্ড। বিরতির পর খেই হারিয়ে ফেলে আর্সেনাল। ডিফেন্সিভ খেলেও অবশ্য পার পায়নি তারা। ৮৭তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান ফাবিনিয়োর বদলি নামা ফিরমিনো।
এই ড্রয়ে পয়েন্ট খোয়ানো আর্সেনাল ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের আটে লিভারপুল।