শেষ ওà¦à¦¾à¦°à¥¤ ছয় বলে দরকার ৬ রান। হাতে তখনও তিন উইকেট। মà§à¦¯à¦¾à¦šà¦Ÿà¦¾ জিতে যাওয়াই সà§à¦¬à¦¾à¦à¦¾à¦¬à¦¿à¦• বà§à¦¯à¦¾à¦Ÿà¦¿à¦‚ দলের, সেটা না হলেও বড়জোর সà§à¦ªà¦¾à¦° ওà¦à¦¾à¦°à§‡ গড়ানো; অথবা ছয় রান নিতে না পারার বà§à¦¯à¦°à§à¦¥à¦¤à¦¾à¥¤ কিনà§à¦¤à§ নিউজিলà§à¦¯à¦¾à¦¨à§à¦¡à§‡à¦° মেয়েদের কà§à¦·à§‡à¦¤à§à¦°à§‡ হলো না à¦à¦° কিছà§à¦‡à¥¤
৫ বলে তারা হারালো তিন উইকেট, হলো অলআউট। মà§à¦¯à¦¾à¦šà¦Ÿà¦¾ অবশà§à¦¯ à¦à¦¤ সহজ ছিল না à¦à¦• ওà¦à¦¾à¦° আগেও। ২ ওà¦à¦¾à¦°à§‡ তখন দরকার ছিল ২০ রান। à¦à¦• ওà¦à¦¾à¦°à§‡à¦‡ ১৪রান দিয়ে দিয়েছিলেন ওয়েসà§à¦Ÿ ইনà§à¦¡à¦¿à¦œà§‡à¦° বোলার চিনেলà§à¦²à§‹ হেনরি, তাকে দà§à¦‡ বলে দà§à¦‡ চার হাà¦à¦•à¦¿à§Ÿà§‡à¦›à¦¿à¦²à§‡à¦¨ কেটি মারà§à¦Ÿà¦¿à¦¨à¥¤ শেষ ওà¦à¦¾à¦°à§‡ অবশà§à¦¯ আর পারেননি জেতাতে। ৩ রানের রোমাঞà§à¦šà¦•à¦° জয়ে বিশà§à¦¬à¦•à¦¾à¦ª শà§à¦°à§ করেছে ওয়েসà§à¦Ÿ ইনà§à¦¡à¦¿à¦œà§‡à¦° মেয়েরা।
à¦à¦° আগে টস জিতে আগে ফিলà§à¦¡à¦¿à¦‚য়ের সিদà§à¦§à¦¾à¦¨à§à¦¤ নেয় নিউজিলà§à¦¯à¦¾à¦¨à§à¦¡à§‡à¦° মেয়েরা। শà§à¦°à§à¦¤à§‡ বà§à¦¯à¦¾à¦Ÿ করতে নেমে ১৬ রানেই পà§à¦°à¦¥à¦® উইকেট হারিয়ে ফেলে ওয়েসà§à¦Ÿ ইনà§à¦¡à¦¿à¦œà¥¤ দিনেনà§à¦¦à§à¦°à¦¾ ডটিন সাজঘরে ফেরত যান ৠবলে ১২ রান করে। তিন নমà§à¦¬à¦°à§‡ খেলতে নামা কাইসিà¦à¦¾ নাইট করেন ৫ রান।
তবে সেঞà§à¦šà§à¦°à¦¿ তà§à¦²à§‡ নেন আরেক ওপেনার হেইলেই মà§à¦¯à¦¾à¦¥à¦¿à¦‰à¦¸à¥¤ ১৬ চার ও ১ ছকà§à¦•à¦¾à§Ÿ ১২৮ বলে ১১৯ রান করে সাজঘরে ফেরত যান তিনি। দলটির পকà§à¦·à§‡ দà§à¦¬à¦¿à¦¤à§€à§Ÿ সরà§à¦¬à§‹à¦šà§à¦š ৪৬ বলে ৩৬ রান আসে চেডিয়ান নেশনের বà§à¦¯à¦¾à¦Ÿ থেকে। নিরà§à¦§à¦¾à¦°à¦¿à¦¤ ৫০ ওà¦à¦¾à¦° বà§à¦¯à¦¾à¦Ÿ করে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান করে ওয়েসà§à¦Ÿ ইনà§à¦¡à¦¿à¦œà¥¤ নিউজিলà§à¦¯à¦¾à¦¨à§à¦¡à§‡à¦° পকà§à¦·à§‡ ৩ উইকেট নেন লিয়া তাহà§à¦¹à§à¥¤
জবাব দিতে নেমে ৪ৠরানে দà§à¦‡ উইকেট হারানো কিউইদের ককà§à¦·à¦ªà¦¥à§‡ রাখেন অধিনায়ক সোফি ডিà¦à¦¾à¦‡à¦¨à¥¤ à¦à¦°à¦ªà¦° আবার মাà¦à§‡ ধà§à¦¬à¦¸ নামে তাদের। ১২৩ রানে তৃতীয় উইকেট হারানো নিউজিলà§à¦¯à¦¾à¦¨à§à¦¡ ১৬২ রানে হারায় ৬ উইকেট।
১২ৠবলে ১০৮ রান করে ডেà¦à¦¾à¦‡à¦¨ সাজঘরে ফেরত গেলে নিউজিলà§à¦¯à¦¾à¦¨à§à¦¡ কিছà§à¦Ÿà¦¾ বিপদে পড়ে। সà§à¦¬à¦¾à¦—তিকদের সেখান থেকে উদà§à¦§à¦¾à¦°à§‡à¦° চেষà§à¦Ÿà¦¾ করেন কেটি মারà§à¦Ÿà¦¿à¦¨à¥¤ কিনà§à¦¤à§ তিনি ৪ৠবলে ৪৪ রান করে আউট হন। নিউজিলà§à¦¯à¦¾à¦¨à§à¦¡à¦“ পারেনি জয় দিয়ে ঘরের মাঠের বিশà§à¦¬à¦•à¦¾à¦ª শà§à¦°à§ করতে।