নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। বুধবার (৯ই নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট আর ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
শুরুতে ব্যাটে নেমে পাকিস্তানি পেসারদের বিপক্ষে ধুকেছে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ৬ ওভারে ৩৮ রান তুলতে তারা হারিয়েছে ২ উইকেট। চারে আসা গ্লেন ফিলিপসও নিজের ইনিংসকে লম্বা করতে পারেননি ততটা। মোহাম্মদ নওয়াজের করা অষ্টম ওভারের শেষ বলে তার হাতেই ক্যাচ দেন তিনি। ৮ বলে করেন কেবল ৬ রান।
ইনিংসের ১৭তম ওভারে শাহিন শাহকে স্কুপ করতে গিয়ে নিজের উইকেট দেন উইলিয়ামসন। ৪২ বল খেলে ১ চার ও সমান ছক্কায় ৪২ বলে ৪৬ রানের বেশি করতে পারেননি তিনি।
অধিনায়ক ফিরলেও ড্যারেল মিচেল অপরাজিত থাকেন ৩৫ বলে ৫৩ রান করে। এছাড়া জিমি নিশাম ১২ বলে ১৬ করলে ১৫২ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।
পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট।
ফাইনালে ওঠার লক্ষ্য ১৫৩ রান। খুব বড় নয়। তবে অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে চ্যালেঞ্জিং সংগ্রহ। কিন্তু রান তাড়ায় নেমে পাকিস্তানি দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান এই সংগ্রহকে মামুলি বানিয়ে ফেলেন।
কিউই বোলারদেও ওপর দিয়ে রীতিমতো তান্ডব চালান দুজন। পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তান বিনা উইকেটেই তুলে ফেলে ৫৫ রান। ১০ ওভার শেষে স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৮৭। নিউজিল্যান্ড প্রথম উইকেটের দেখা পায় ১৩তম ওভাওে এসে। ৪২ বলে ৫৩ রান করা বাবর আজমকে নিজের শিকার বানান ট্রেন্ট বোল্ট। যদিও বাবর দ্বিতীয় ওভারেই তার শিকার হতে পারতো। তবে কনওয়ে ক্যাচ লুফে নিতে পারেননি সেসময়।
দলীয় ১০৫ রানের মাথায় বাবরের বিদায়ের পর মোহাম্মদ হ্যারিসকে নিয়ে জুটি গড়েন রিজওয়ান। ৩৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেন পাকিস্তান ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন হ্যারিসও। ১৭তম ওভারের শেষ বলে রিজওয়ানকে ফিরিয়ে জুটি ভাঙেন বোল্ট। তার আগে পাকিস্তানি ওপেনার ৪৩ বলে খেলেন ৫৭ রানের ইনিংস।
শেষ ৩ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২১ রান। হ্যারিসের ৩০ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ৪ ওভারে ৩৩ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।
আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। যারা জিতবে তারাই হবে পাকিস্তানের প্রতিপক্ষ। ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।