ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ (বুধবার) সকালে জম্মুর পাঞ্জতীর্থী-সিধরা সড়কে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমসনাও।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী একটি ট্রাকের পিছু নিয়েছিল। তাদের ধারণা ট্রাকে সন্ত্রাসীরা লুকিয়ে ছিল। ট্রাকটি জম্মুর পাঞ্জতীর্থী-সিধরা সড়কে এলে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এসময় ট্রাকে থাকা চারজন নিহত হয়।

পুলিশ জানায়, ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সেনারা সন্ত্রাসবিরোধী অভিযান শেষে ব্যারাকে ফিরছিলেন। ৭টি গাড়ির ওই বহরে মধ্যরাতে সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। বহরের তৃতীয় ও চতুর্থ গাড়িতে দু’দিক থেকে গুলি করেন বন্দুকধারীরা।

জবাবে পাল্টা গুলি চালায় সেনারা। প্রায় এক ঘণ্টার গোলাগুলিতে ঘটনাস্থলেই এক সেনার মৃত্যু হয়। পরে আরো দু’জন মারা যান। আহতদের উন্নত চিকিৎসার জন্য শ্রীনগর নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দু’জন সেনা কর্মকর্তা রয়েছেন।

হামলার পরে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। হামলাকারীদের খুঁজে বের করতে সেখানে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।