জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ই এপ্রিল) সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম। মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন।

এতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, ও ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আরও অনেকে।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে দিয়ে তিনটি চেকপোস্টের মধ্য দিয়ে ঈদগাহ ময়দানে ঢুকেন মুসল্লিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত দিয়েও দীর্ঘ লাইনে ঈদগাহ ময়দানে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ঈদ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মুসল্লিরা রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করে। বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে আজ বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে মোট ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে। নারীদের জন্যও আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল।