তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে থাকবেন কিনা তা আইনি নয়, রাজনৈতিক সিদ্ধান্ত। আজ বুধবার (২৩শে অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

তথ্য উপদেষ্টা বলেন, “রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন থাকবেন কি না এটা রাজনৈতিক সিদ্ধান্ত, অংশীজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, জনগণ না চাইলে রাষ্ট্রপতি হিসেবে থাকবেন না মো. সাহাবুদ্দিন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার যদি মনে করে রাষ্ট্রপতিকে তাঁর পদে রাখলে সরকার পরিচালনার কাজ ব্যাহত হয় তাহলে এ বিষয়ে সরকার ভিন্ন সিদ্ধান্ত নেবে। তবে তা হবে একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে।

তিনি বলেন, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না—বিষয়টি এ মুহূর্তে বাংলাদেশে আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়; এটি একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সে বিষয়ে আলোচনা চলছে। বিভিন্ন অংশীজনদের সঙ্গে আমরা আলোচনা করছি। আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত হয়তো আসবে। তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শৃঙ্খলাকে। এ বিষয়েই এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কোনো ধরনের সুবিধাভোগী গোষ্ঠী বা নানা ধরনের দেশি বিদেশি যে চক্রান্ত চলছে। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয়, যাতে তারা সুবিধা নিতে পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। একইসঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা এ কারণে মনে করছি, এটা রাজনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে। ফলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। জনগণের যেকোনো যৌক্তিক দাবির প্রতি আমাদের সংহতি ও সংবেদনশীলতা রয়েছে। সবার কাছে আহ্বান থাকবে যাতে বিষয়টি নিয়ে কোনো ধরনের অরাজকতার পরিস্থিতি তৈরি না হয়। সে বিষয়ে সবাই সচেতন থাকি এবং বঙ্গভবনের সামনে বিক্ষোভ আন্দোলনের প্রয়োজন নেই। জনগণের মেসেজটি আমরা সবাই পেয়েছি এবং সে বিষয়ে সবাই আলোচনা করছি। আলোচনার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাই সবাইকে শান্ত থাকার এবং সচেতন থাকার আহ্বান থাকবে।