এশিয়া কাপের আগে থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছিল বাংলাদেশ দল। এই একটি কারণেই ঘরের মাঠে ক্যারিবিয়ান কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে লিটনদের। এরপর গুঞ্জন ওঠে জাতীয় দলের ব্যাটিং কোচ হতে যাচ্ছে মোহাম্মদ আশরাফুল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত শুধুমাত্র আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আশরাফুল।

সে সঙ্গে বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে টিম ডিরেক্টরের ভুমিকায় থাকবেন। আজকের বোর্ড সভায় সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

জাতীয় দলের সঙ্গে আশরাফুলের এটি প্রথম যাত্রা হলেও ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন।

সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার। তবে জাতীয় দলে শুরুটা কেমন হয় সেটাই দেখার বিষয়। আয়ারল্যান্ড সিরিজে ভালো করতে পারলে চুক্তির মেয়াদ বাড়াতেও পারে বিসিবি।

এর আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন নিক পোথাস। এরপর স্বল্প কালীন সময়ের জন্য দায়িত্বে ছিলেন ডেভিড হেম্প। তিনি চাকরি ছাড়ার পর সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালনের সঙ্গে ব্যাটিং কোচেরও দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন।