ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল ‘তৃণমূল কংগ্রেস’ জাতীয় দলের তকমা হারিয়েছে। সোমবার সন্ধ্যায় ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। তবে শুধু তৃণমূল কংগ্রেসই নয়, জাতীয় দলের তকমা হারিয়েছে শরদ পওয়ারের এনসিপি এবং সিপিআই দলেরও। আর নতুন করে জাতীয় দলের মর্যাদা পেয়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। ভারতীয় র্শীষস্থানীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জাতীয় দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য কোন রাজনৈতিক দলকে চার বা তার বেশি রাজ্যের দল হিসেবে স্বীকৃতি পেতে হবে। অথবা লোকসভা নির্বাচনে অন্তত তিনটি রাজ্য থেকে ২ শতাংশ আসন পেতে হয়। অর্থাৎ, এদিনের পর যদি আসন্ন কর্নাটক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস, তাহলে সেই রাজ্যে তৃণমূল প্রার্থীদের দলীয় প্রতীক, জোড়া ফুল ছাড়াই লড়তে হবে।
আরও বলা হয়েছে জাতীয় দল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। এর মধ্যে একটি পূরণ করা জরুরি। প্রথমত, লোকসভা নির্বাচনে অন্তত তিনটি রাজ্যে প্রার্থী দিতে হবে একটি দলকে। সেই সঙ্গে জিততে হবে দেশের মোট লোকসভা আসনের ২ শতাংশে। দ্বিতীয়ত, লোকসভা বা বিধানসভা নির্বাচনে অন্তত চারটি রাজ্যে ৬ শতাংশ করে ভোট পেতে হবে। আর এক বা তার বেশি রাজ্যে পেতে হবে চারটি লোকসভা আসন। তৃতীয়ত, চারটি বা তার বেশি রাজ্যে রাজ্যদলের তকমা। এ তিন শর্তের যেকোনো একটি পূরণ করলেই মেলে জাতীয় দলের মর্যাদা। যার কোনো মানদণ্ডই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস, এনসিপি বা সিপিআই পূরণ করতে পারেনি।