২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ব্রাজিলিয়ান অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ ২৩ সদস্যেও দল ঘোষণা করেছেন। ঘোষিত দলে ডাক পেয়েছেন নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র। তবে দল থেকে বাদ পড়েছেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার লুকাস পাকুয়েটা।

কাতার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের পর নেইমার আর ব্রাজিলের হয়ে কোন ম্যাচ খেলেনি। ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের দুই খেলার জন্য ২৩ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে তাতে ফিরেছেন নেইমার।

ইনজুরি থেকে সুস্থ হয়ে গত সপ্তাহে ফরাসী ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন তিনি। এরপরই ব্রাজিল দলে ফেরার খবর পেলেন নেইমার। লাতিন অঞ্চল থেকে আগামী সেপ্টেম্বরে ২০২৬’র বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল দল। ৮ সেপ্টেম্বর বলিভিয়া ও ১২ই সেপ্টেম্বর পেরুর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।