রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার পর কে বা কারা বাস দুটিতে আগুন দেয়। এছাড়া প্রেসক্লাব এলাকায় ৭টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি। তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্যও মেলেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত ৮টা ৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ৮টা ৩৩মিনিটে প্রথম ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যায়। রাতে ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, বাস দুটি যাত্রীবাহী। কিন্তু ওই সময় কোনো যাত্রী ছিল না। ফলে কেই হতাহত হয়নি।
এ ঘটনায় আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।