বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’-র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিব, শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ (সোমবার) বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ ৪ সপ্তাহের এই রুল জারি করেন।

দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন বঙ্গবন্ধু কন্যা তবুও জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু জাতীয় শ্লোগান হিসেবে যুক্ত না করায় এসময় আদালত বিস্ময় প্রকাশ করে। সেই সঙ্গে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আদালত।

আদালতে আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূইঁয়াসহ ১৩ আইনজীবী শুনানিতে ছিলেন।

এর আগে ২০২২ সালের ১১ই ডিসেম্বর বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’-র সঙ্গে “জয় বঙ্গবন্ধু” গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

নোটিশে বলা হয়, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু ইতিহাস থেকে দেখলে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে জাতির মুক্তির পথ উন্মোচন করেছিলেন। তাই ‘জয় বঙ্গবন্ধু’ শব্দকে বাদ দিয়ে শুধুমাত্র ‘জয় বাংলা‘ জাতীয় স্লোগান হতে পারে না।