শেরপুরের নকলায় জানাজা থেকে ফেরার পথে ট্রাক চাপায় জামাই শাশুড়িসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুই যাত্রী। মঙ্গলবার (৭ মে) রাতে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজা মিয়া (৫৫) জবেদা বেগম (৭৫) ও আবেদা খাতুন (৩৬)। এরমধ্যে রাজা মিয়া ও জাবেদা বেগম সম্পর্কে শাশুড়ি ও মেয়ের জামাই।

পুলিশের ভাষ্য, ময়মনসিংহের ফুলপুর থাকে আত্মীয়র জানাজা শেষে অটোরিকশায় করে শেরপুরের নালিতাবাড়ীতে ফিরছিল রাজামিয়াসহ ছয়জন। নকলা পাইস্কা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই নালিতাবাড়ীর রাজা মিয়া ও তাঁর শাশুড়ি জবেদা বেগম মারা যায়। আহত হয় আরও চারজন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবেদা বেগম নামে আরও একজন মারা যায়।

এদিকে আহত রাজা মিয়ার স্ত্রী সুলতানাকে (৩৫) শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুই জন অন্য হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, ঘটনাস্থলে দুইজন মারা গেছে আর ময়মনসিংহ নেওয়ার পথে আবেদা খাতুন নামের আরেকজনের নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে জানা গেছে, তারা জানাজা হতে ফিরছিলেন।