আগামী বছরের ১ জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেয়া হবে। হাতে লেখা কার্ডে আর পণ্য দেয়া হবে না। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারকে সুলভ মূল্যে দুই কেজি মসুর ডাল, দুই লিটার ভোজ্য তেল, এক কেজি চিনি ও এক কেজি ছোলা দেয়া হবে। এছাড়া ঢাকা মহানগরী এলাকায় এক কেজি করে খেজুর পাবেন ভোক্তারা।

শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আঞ্চলিক কার্যালয়ে রমজান উপলক্ষে আগাম প্রস্তুতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর।

রমজান উপলক্ষে টিসিবি বৈদেশিক আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহের আগাম প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান আঞ্চলিক অফিসের প্রধান হুমায়ুন কবির। এছাড়া ফ্যামিলি কার্ডের বিভিন্ন সমস্যা ও জালিয়াতি নিরসনে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরই আওতায় এ পর্যন্ত ৫৭ লক্ষ স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি করা হয়েছে। এর পাশাপাশি পুন:তদন্তের মাধ্যমে নতুন করে ডিলার নিয়োগের প্রক্রিয়াও চলমান আছে বলে জানান তিনি।