বর্ষবরণের উৎসব ঘিরে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এই উৎসব ঘিরে নিরাপত্তায় ব্যাঘাত ঘটবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য যা যা করা প্রয়োজন সেসব করা হচ্ছে।

তিনি আরও বলেন, নববর্ষ উদযাপনে ঢাকার ক্ষেত্রে ডিএসপি এবং অন্যান্য জেলার ক্ষেত্রে সেখানকার পুলিশ সুপাররা প্রয়োজন বুঝে ব্যবস্থা নেবেন।

এবারেও আগের মতই সামনে-পেছনে পুলিশি নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রা হবে কী না জানতে চাইলে তিনি বলেন, “পুলিশ তো বাংলাদেশের লোক। তারাও যদি শোভাযাত্রায় যায় তাহলে অসুবিধা কি।”

তবে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় করছে বলে জানিয়েছেন সরকারের এই উপদেষ্টা।

মঙ্গল শোভাযাত্রা ঘিরে অন্তর্র্বতী সরকার বাড়তি কি ধরনের নিরপত্তা ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে তিনি বলেছেন এটা নির্ভর করে নিরাপত্তা ঝুঁকির মাত্রার উপরে।

তিনি বলেন, “থ্রেটের উপর নির্ভর করে সিকিউরিটির ব্যবস্থা নেওয়া হয়। আগের যে থ্রেট অনেক কম। এ অবস্থায় নিরাপত্তা লিবারেল করতে পারি। আবার যদি মনে করি সিকিউরিটি থ্রেট আরো বেশি তাইলে নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি নেওয়া হবে।”

নববর্ষ উদযাপনে ঢাকার ক্ষেত্রে ডিএসপি এবং অন্যান্য জেলার ক্ষেত্রে সেখানকার পুলিশ সুপাররা প্রয়োজন বুঝে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন।