জাপানের ইশিকাওয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে কাজ করছেন এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী। খবর এনডিটিভির।
সোমবার (১ জানুয়ারি) জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামিও আঘাত হানে। ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে ১.২ মিটার উচ্চতার ঢেউ আঘাত হেনেছে।
ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলের হাজার হাজার বাসিন্দা উচ্চ ভূমিতে আশ্রয় নিয়েছে। এখনও ৪৫ হাজরের বেশি ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন। স্থানীয় সময় সোমবার বিকেলে জাপানের পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর আরও ১৫৫টি কম্পন অনুভূত হয়েছে।
জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে সোমবার ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরপরই ওই সিরিজ ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন আঘাত হানা বেশিরভাগ কম্পনই ৩ মাত্রার বেশি ছিল। তবে মঙ্গলবার ভোরে দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় জ্বালানি সরবরাহকারী সংস্থা জানিয়েছে, মঙ্গলবার জাপানের ভূমিকম্প কবলিত অঞ্চলের প্রায় ৩২ হাজার ৭০০টি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।