আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৯শে আগস্ট) তাদের সকাল ৭টায় আদালতে হাজির করে পুলিশ। আদাবর থানায় জাকির নামের এক ব্যাক্তিকে গুলি করে হত্যার দায়ে দায়ের করা এক মামলায় সাদেক খানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
অন্যদিকে, কোটা আন্দোলন চলাকালে আদাবর থানা এলাকায় সুমন নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যার মামলায় জিয়াউলকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাদের পাঁচ দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৫ আগস্ট দিনগত রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। এদিকে, রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গত ২৪ আগস্ট সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করা হয়। এরপর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন (২৫) হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।