জুলাই গণঅভ্যুত্থানের খুনীরা নতুন করে ফিরে আসার পাঁয়তারা করছে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামার হুশিয়ারীও দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদের পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সারজিস। এসময় প্রত্যেক শহীদের পরিবারকে ৫ লাখ টাকার চেক দেয়া হয়।

সারজিস বলেন, ‘খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন গল্প লিখছে এবং যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা দ্বিতীয়বার রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত।’

সারজিস বলেন, ৫ আগস্টের আগে যেমন আমরা একসঙ্গে জীবন দিতে প্রস্তুত ছিলাম, তেমনি খুনিদের বিচার নিশ্চিত করতে এবং সব ষড়যন্ত্র নস্যাৎ করতে আবারো একসঙ্গে জীবন দিতে প্রস্তুত আছি।

এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১০৫টি শহীদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়। এই সময় শহীদ পরিবারের সদস্যদের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।