নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে রিতু মনির অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৮ বল আগেই ২ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। এ জয়ে ৬ দলের বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল। তাতে নারী বিশ্বকাপের রাস্তাটাও সহজ হয়ে এসেছে বাংলাদেশের জন্য। কেননা, এখান থেকে শীর্ষ দুদল যাবে বিশ্বকাপে।

রোববার (১৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের ব্যর্থতার সুযোগ নিয়ে আইরিশরা ২৩৬ রানের কঠিন লক্ষ্য ছুঁড়ে দেয়। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি ফিরে যান শুরুতেই। ২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। শুরুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার। তবে সঙ্গ পাননি জ্যোতি। শারমিন ২৪ রান করে সাজঘরে ফেরেন। এরপর সুবানা মোস্তারি ফেরেন ৭ রান করে। তবে ফিফটি তুলে দলকে পথে রাখেন জ্যোতি।

শেষ দিকে বাংলাদেশের ওভারপ্রতি রান হুহু করে বাড়ছিল। ৬১ বলে ৬৭ রানের ইনিংসে রান ও বলের ব্যবধানটা খুব বেশি বাড়তে দেননি রিতু। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। আর রিতুকে যোগ্য সংগত করেছেন ১৭ বলে ১৮ রান করা নাহিদা আক্তার।

শেষ দুই ওভারে ১৩ রান দরকার ছিল বাংলাদেশের। মুরের ওভারটিতে নাহিদা তৃতীয় বলে একটি চার মারেন এবং চতুর্থ বলে ফ্রি হিট থেকে ছক্কা মেরে খেলা শেষ করেন রিতু। এর আগে, নিগার সুলতানার ৬৮ বলে ৫১, শারমিন আক্তারের ২৪ ও ফাহিমা খাতুনের ২৮ রান লড়াইয়ে রেখেছিল বাংলাদেশকে।

এর আগে এর আগে, পাকিস্তানের লাহোরে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ ব্যাট করে আয়ারল্যান্ড। অধিনায়ক গ্যাবি লুইসের ২৪, অ্যামি হান্টারের ৩৩, ওরলা প্রেনডেরগাস্টের ৪১ ও লাউরা ডেলানির ৬৩ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে স্কোরবোর্ডে ২৩৫ রানের শক্ত পুঁজি দাড় করায় আয়ারল্যান্ড। যদিও শেষ পর্যন্ত তাদের সেই সংগ্রহও যথেষ্ট হলো না জয়ের জন্য।