জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৫৭ রান, ৮ উইকেট হারিয়ে টাইগারদের এই লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচে ১৭ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পায় নুরুল হাসান সোহানের দল। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে করতে হবে ১৫৭ রান।

শুরুটা দারুণ ছিলো! বাংলাদেশের বোলারদের আক্রমণে দিশেহারা জিম্বাবুয়ে ৬৭ রানেই ছয় উইকেট হারিয়ে বসে। কিন্তু দিশেহারা জিম্বাবুয়ে হঠাৎই ঘুরে দাঁড়ালো। জ্বলে উঠলেন রায়ান বার্ল।  নাসুম আহমেদের এক ওভার থেকেই নিলেন ৩৪ রান।  আউট হওয়ার আগে ২৮ বলে ৫৪ রান করেছিলেন রায়ান বার্ল। ২টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন তিনি ৬টি। মারকুটে ব্যাটিংয়ে সঙ্গে থাকলেন লুক জংউই।

বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে বাউন্ডারি মারতে থাকেন তারা। শেষ অবধি দুজনের জুটি থেকে আসে ৭৯ রান। ২০ বলে ৩৫ রান করা লুক জঙ্গেকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। এরপর ভয়ঙ্কর হওয়া বার্লকেও আউট করেন এই তরুণ পেসার।

তার বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ২ চার ও ৬ ছক্কায় ২৮ বলে ৫৪ রান করেন তিনি। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২৮ রান দিয়ে দুটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও মাহেদী হাসান।