দৈনিক পত্রিকা টক-শো, নিউজ বুলেটিন প্রচার করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।বুধবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বৈঠকে এ কথা জানান তিনি। বলেন, ভিডিও স্ক্রিনিং করা পত্রিকাগুলোর নিয়মের বাইরে। তাই সংবাদপত্রগুলো নিউজরুম খুলে কিছু প্রচার করলে তা নিয়মের বাইরে যাবে।ক্লিন ফিড প্রচার না করলে ক্যাবল অপারেটরদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘ব্যাঙের ছাতার মত আইপিটিভি প্রচার বন্ধ করতে হবে। আইপিটিভি কোন ধরণের সংবাদ প্রচার করতে পারবে না। এছাড়া বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন বানানো বন্ধ করতে হবে’। যারা বিদেশী শিল্পী ব্যবহার করবে, তাদের শিল্পী প্রতি ২ লাখ টাকা ফি দিতে হবে, যা আগামি জুলাই থেকে কার্যকর করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।