আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর উদ্বোধনী ম্যাচে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে যেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালের বদলাই নিয়েছে নিউজিল্যান্ড। দুর্দান্ত জয়ে কাল টুর্নামেন্ট শুরু করেছে কিউইরা। আজ এবারের আসরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে পাকিস্তান। বিশ্বকাপ শুরুর মিশনে আজ ম্যান ইন গ্রিনদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে যেখানে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
বিশ্বকাপ শুরুর মিশনে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আজ পাকিস্তানের বোলিংয়ের নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি এবং হারিস রউফ। এ দুজনের সঙ্গে থাকবেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা হাসান আলী। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও ডাচদের বিপক্ষে আজ পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে বাবর আজমের দল।
এদিকে নেদারল্যান্ডসকেও এবারের বিশ্বকাপে ছোট করে দেখার সুযোগ নেই। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলটির অলরাউন্ডার বাস ডি লি জানিয়েছেন, টুর্নামেন্টে তাদের লক্ষ্য সেমিফাইনালে যাওয়া। এর আগে বিশ্বকাপ বাছাইপর্বেও দুর্দান্ত খেলেই তারা জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্বে। উল্লেখ্য, ডাচরা সবশেষ বিশ্বকাপ খেলেছিল ২০১১ সালে।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাদাব খান, ইফতিখার আহমেদ, সৌদ শাকিল, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী।
নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজীত সিং, ম্যাক্স ওদাউদ, কলিন একারম্যান, বাস ডি লি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বিক, রলফ ভ্যান ডার মরি, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকারিন।