অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এসময় হেলিকপ্টারটিতে ২০ জন আরোহী ছিলো। রোববার (২৭ আগস্ট) সকালেডারউইন উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলভিল দ্বীপে এ ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) খবরে বলা হয়েছে, রোববার ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দূরে মেলভিল দ্বীপের কাছে সামরিক মহড়া চলাকালে ভি-২২ অস্প্রিয় মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ঘটনার পর সেখান থেকে বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, দুইজনের অবস্থা স্থিতিশীল ছিলো। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে যৌথ মহড়া চালাচ্ছিল। মহড়া চলাকালে হঠাৎ ভি-২২ অস্প্রিয় মডেলের একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর (এডিএফ) একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা। অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য হেলিকপ্টারটিতে ছিলেন না।

হেলিকপ্টারটিতে প্রায় ২০ জন আরোহী ছিলেন। তাই স্বাভাবিকভাবেই হতাহতের আশঙ্কা করা হচ্ছে।