প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানের হার। তাতে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচই এখন বাঁচা মরার লড়াই। তার প্রথমটায় ওমানের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ২৬ রানে। সেই জয়ের এক দিন পরেই আবার আরেক বাঁচা মরার লড়াই, পাপুয়া নিউ গিনির বিপক্ষে নামছে দল।
সেই লড়াইয়ে বাংলাদেশ জিতেছে টসে। দ্বিতীয় ম্যাচের মতো এদিনও নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।