চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলের ব্যবধানে হারায় অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। তাই দুই লেগ মিলিয়ে ২-২ সমতা হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। ট্রাইবেকারে ৩-২ ব্যবধানের জয় তুলে নেয় অ্যাথলেটিকো। এ জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের টিকিট নিশ্চিত করে ডিয়েগো সিমিওনের দল। আর ম্যাচ হেরে গতবারের রানার্স আপ ইন্টারের যাত্রা থামল শেষ ষোলতেই।
শেষ ষোলোর প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরেছিল অ্যাটলেটিকো। ফিরতি লেগে ঘরের মাঠে ৩৩ মিনিটে পিছিয়ে পড়ে স্প্যানিশ ক্লাবটি। এ সময় ইন্টারের ফেডেরিকো ডিমারকোর গোল করেন। এরপর ৩৫ মিনিটে অ্যান্টোনি গ্রিজমান ও ৮৭ মিনিটে মেম্ফিস ডিপাইয়ের গোলে দুই লেগ মিলিয়ে ২-২ সমতা নিয়ে শেষ হয় ৯০ মিনিটের খেলা।
তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও থাকে ২-২ গোলের সমতা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে লড়াইয়ের পর ৩-২ ব্যবধানে নিশ্চিত করে শেষ আট।
টাইব্রেকারে নিজেদের প্রথম শট থেকে ইন্টার মিলান ও অ্যাটলেটিকো উভয়েই গোল করে। কিন্তু এরপর পরের তিন শটে ইন্টার মিলান দুটি ও অ্যাটলেটিকো মাদ্রিদ একটি মিস করে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শটে গোল করে উভয় দল। নবম শটে গিয়ে ইন্টার আবার মিস করলে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় লা লিগার ক্লাব অ্যাটলেটিকোর।