বিদেশি পর্যবেক্ষক হিসেবে টাঙ্গাইল-২ ও টাঙ্গাইল-৫ আসনে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা।
রোববার (৭ই জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম জানান, ভারতের ইলেকশন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা টাঙ্গাইলের দু’টি আসনের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তিনি নির্বাচন কর্মকর্তা ও ভোটারদের সঙ্গে কথা বলেন। নির্বাচন পর্যবেক্ষণ শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।