ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে মো. রেজাউল করিম (রেজা) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি রেলওয়ের টিকিট বিক্রির সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে সহজ-সিনেসিস-ভিনসেন জেভিতে কর্মরত ছিলেন। টিকিটের সার্ভারে নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল তার।

র‌্যাব-১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণ।

সহজ-সিনেসিস-ভিনসেন জেভির মাধ্যমে সম্প্রতি রেলের সিস্টেম ইঞ্জিনিয়ার পদে রেজাউল নিয়োগ পান বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ ঘটনার পর রেজাউলকে চাকরিচ্যুত করেছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি। একই সঙ্গে তারা এ ঘটনার নিন্দা জানিয়েছে।

রেজাউলের বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সহজের মুখপাত্র ফরহাত আহমদের বরাতে প্রতিবেদনে বলা হয়, মো. রেজাউল করিম কয়েক বছর ধরে রেলওয়ের টিকিট বিক্রি পরিচালনার কাজ করে আসছিলেন। গত ২১ মার্চ তাকে নিয়োগ দেয় সহজ। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এই কর্মকর্তার বিরু‌দ্ধে অভি‌যোগ, স্টেশনের সার্ভার নিয়ন্ত্রণের সুযোগ থাকায় তি‌নি টি‌কিট কেটে তা তিন-চার গুণ দামে বাইরে বি‌ক্রি করে আসছিলেন। গত মঙ্গলবার তা‌কে গ্রেপ্তার করা হ‌লেও রেলও‌য়ে তা স্বীকার করেনি।

টিকিট কালোবাজারির কাজে তাকে কারা সহায়তা করত প্রাথমিকভাবে তা জানা যায়নি।

রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠু ও অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনার জন্য সহজ-সিনেসিস-ভিনসেন জেভির মাধ্যমে চলতি বছরের ২১ মার্চ রেজাউলকে নিয়োগ দেওয়া হয়।

ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।