টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই, ২০২১ সালের জুলাই মাসে। নানা কারণে সেই অবসর নিয়ে রীতিমতো একটা রহস্যের জন্ম হয়েছিল। তবে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে এমন কোনো রহস্য করেননি মাহমুদউল্লাহ।

আনুষ্ঠানিকভাবেই বিদায়ের ঘোষণা দিয়েছেন। আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেবেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটকে এখনি ছাড়ছেন না বলে উল্লেখ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চালিয়ে যাবেন ওয়ানডে ক্রিকেট। তাই ধরাই যাচ্ছে ১২ অক্টোবর হায়দরাবাদেয় শেষ হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের।

উল্লেখ্য, ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে মাহমুদউল্লাহ রিয়াদের। লাল-সবুজ জার্সিতে এখন পর্যন্ত তিনি ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন ২৩৯৫। এছাড়াও বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ নেতৃত্ব দেওয়ার ‍কৃতিত্বও তার। দলে তিনি সবসময় খেলেছেন ফিনিশারের ভূমিকায়। সাইলেন্ট কিলার ট্যাগ নিয়ে বেশ কয়েকটি ম্যাচে জয় এনে দিয়েছেন তিনি।