গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেন শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার আদলে সাজানো মঞ্চে স্থানীয় ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।

এদিকে, শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য ভোর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল ৯টার মধ্যেই কানায় ভরে যায় টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়েরের সভাপতিত্বে জনসভার সঞ্চালনা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ।

মঞ্চে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, যুব মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা আক্তার, প্রধানমন্ত্রীর মনোনীত প্রতিনিধি শহীদুল্লাহ খোন্দকার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

টুঙ্গিপাড়ার এ জনসভা শেষে কোটালীপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যাবেন প্রধানমন্ত্রী। এরপর বিকালে মাদারীপুর জনসভায় যোগ দেবেন তিনি।