যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি আবাসিক ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ৪ জন। বার্তাসংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে অঙ্গরাজ্যটির ডালাসে এ ঘটনা ঘটে।

ডালাস পুলিশ বিভাগের পাবলিক ইনফরমেশন অফিসার জানিয়েছে, অঙ্গরাজ্যটির উত্তর-পশ্চিম ডালাসের ভিলাভার্ডে ভবনে এ হত্যাকা- চালানো হয়। এসময় চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে এবং নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনার তদন্ত চলছে বলেও জানায় কর্তৃপক্ষ। এখনও জানা যায়নি নিহতদের পরিচয়। এ ঘটনায় কোনো সন্দেহভাজন ব্যক্তিকে  আটক করা হয়েছে কিনা তা প্রকাশ করা হয়নি।