ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম, এটি তার দশম টেস্ট শতক। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন ছিলো অন্যরকম। প্রথম দিনের বিপাকে পড়া বাংলাদেশ যেন পাল্টে গিয়েছে দ্বিতীয় দিনে। সকাল থেকে দারুণ আক্রমণাত্মক ছিলো সাকিব আল হাসান। তাকে সঙ্গ দিয়ে দারুণ ব্যাট চালিয়েছেন মুশফিকুর রহিমও।

সাকিব আক্রমণাত্মক হলেও মুশফিক খেলেছেন ধীরে-সুস্থে। মাঝেমধ্যে চার হাঁকিয়ে তিনি টেস্ট মেজাজ দূর করেন। অন্যপ্রান্তে সারাক্ষণই ১০০ স্ট্রাইক রেটে ব্যাট চালাতে থাকেন সাকিব। পরপর দুই বলে চারের বাউন্ডারিতে মাত্র ৪৫ বল তিনি ৩১তম অর্ধশতকের দেখা পান। অন্যদিকে মুশফিকের ২৬তম ফিফটি আসে ৬৭ বলে। কিন্তু সাকিব ৮৭ করে ফিরে গেলেও মুশফিক তুলে নেন ক্যারিয়ারে দশম সেঞ্চুরি।

এই প্রতিবেদন লিখা পর্যন্ত, ৪ উইকেট হারিয়ে ৬১  রানে এগিয়ে আছে বাংলাদেশ। ৩৩ বলে ৩৩ রান নিয়ে লিটন ও ১৪১ বলে ১১ রান নিয়ে অপরাজিত আছে মুশফিকও।

প্রায় এক বছর আগে ২০২২ সালের ২৩ মে এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপর অবশ্য খেলা হয়েছেই মাত্র দুটি টেস্ট। এবার আবারও মিরপুরের মাঠে জ্বলে উঠলেন মুশফিক। আইরিশ বোলিংকে উইকেটের চারদিকে খেলে সেঞ্চুরি পূরণ করেন তিনি।