টেস্টে অষ্টম সেঞ্চুরির দেখা পেলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে অর্ধশতক পূর্ণ করা মুশফিক চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে পূর্ণ করেন শতক। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার দ্বিতীয় শতক।  এজন্য তাকে মোকাবিলা করতে হয়েছে ২৭০ বল। এরমধ্যে মাত্র ৪টি ছিল চারের মার। তার ধৈর্যশীল এই ইনিংসের সুবাদেই শ্রীলঙ্কার বিরুদ্ধে লিড পেয়েছে বাংলাদেশ।

২০০৫ সালে টেস্টে অভিষিক্ত মুশফিক এখন পর্যন্ত খেলেছেন ৮১টি টেস্ট ম্যাচ। তার ঝুলিতে রয়েছে আটটি সেঞ্চুরি ও তিনটি ডাবল সেঞ্চুরি। রয়েছে ২৬টি অর্ধশতকও। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম তিনি। উইলো হাতে করেছেন ৫ হাজার ৩০ রান।

টেস্টে মুশফিকের চেয়ে সেঞ্চুরিতে এগিয়ে শুধু তামিম ইকবাল ও মুমিনুল হক। তামিমের সেঞ্চুরি ১০টি ও মুমিনুলের ১১টি। তবে বাংলাদেশের ইতিহাসে একমাত্র খেলোয়াড় মুশফিক যার নামের পাশে জ্বলজ্বল করছে তিনটি ডাবল সেঞ্চুরি।