নতুন বছরের শুরুতেই সুখবর পেলেন বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস। আইসিসি টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আরো একধাপ উন্নতি হয়েছে তার। ক্যারিয়ারে প্রথমবারের মতো ১১তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশি এই ওপেনার। এটি শুধু লিটনের ক্যারিয়ারে নয়, টেস্ট ক্রিকেটেও বাংলাদেশের যে কোন ব্যাটসম্যানের সেরা র্যাঙ্কিং এটি।
টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে গত সপ্তাহে লিটন দাসের সেরা অর্জন ছিলো ১২তম। গত মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠে প্রথম টেস্টে হাফ সেঞ্চুরি করেছিলেন লিটন। তবে গত বছর ক্রিকেটের তিন ফরম্যাটেই দারুণ খেলেছেন এই ব্যাটসম্যান। লিটন দাসের বর্তমান রেটিং পয়েন্ট ৭০২।
২০২২ সালে ব্যাট হাতে রান ফোয়ারা ছুটিয়ে লিটন দাস করেন ১৯২১ রান। পুরো বছরজুড়ে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে করেছেন এক ক্যালেন্ডারে সর্বোচ্চ রানের রেকর্ড। সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বিরাট কোহলিকে পিছনে ফেলে র্যাঙ্কিংয়ে ১২তম অবস্থানে ছিলেন লিটন। আর আইসিসির সর্বশেষ প্রকাশ করা র্যাঙ্কিংয়ে লিটন উঠে এসেছেন আরও একধাপ উপরে। টাইগার ক্রিকেটারের এখন অবস্থান ১১ তম স্থানে।
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান উসমান খাজাকে টপকে লিটনের পয়েন্ট এখন ৭০২। লিটনের পরের স্থানে থাকা উসমান খাজার রেটিং ৭০০। আইসিসির প্রকাশিত নতুন তালিকায় আরও এক ধাপ করে পিঁছিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো এবং ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। র্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার মারনোস লাবুশেনে। দ্বিতীয় অবস্থানে রয়েছে তার সতীর্থ স্টিভেন স্মিথ।
লিটনের টেস্ট ক্যারিয়ারে এটিই সেরা অর্জন পাশাপাশি বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিং ইতিহাসে এটাই ব্যক্তিগত সেরা কোন ব্যাটারের অর্জন।