দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ট্রাভেল পাসের বিষয়ে সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।
এদিকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ঢাকায় ফিরে তিনি সরাসরি চলে যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার কাছে।
বিএনপি সূত্র জানায়, আগামী শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করেন ডা. জুবাইদা রহমান। এরপর ২৫ ডিসেম্বর স্বামী তারেক রহমানের সফরসঙ্গী হয়ে তিনি আবার ঢাকায় ফিরবেন। জুবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
২০০৭ সালে গ্রেপ্তারের পর ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তারেক রহমান। স্বৈরাচার হাসিনা সরকারের রোষানলে পড়ে তিনি পাসপোর্ট নবায়ন করতে পারেননি। পটপরিবর্তনের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। সে জন্য ট্রাভেল পাসের আবেদন করেছেন তিনি।












