মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান দলের প্রার্থী ও জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি বুধবার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে খবরটি নিশ্চিত করেছে সিবিএস নিউজ।
নিকি হ্যালি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা স্থগিত করছেন। তবে এতে তার কোনও অনুশোচনা নেই।
তিনি বুধবার তার বক্তৃতায় বলেছেন, এক বছরেরও বেশি আগে আমি প্রেসিডেন্ট পদের জন্য প্রচারণা শুরু করি। যখন আমি শুরু করেছিলাম তখন বলেছি, এই প্রচারণা হলো দেশের প্রতি আমার ভালোবাসা।
ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নিকি হ্যালি। বলেছেন, তাকে এখন এমন লোকদের ভোট অর্জন করতে হবে যারা তাকে সমর্থন করেনি।
নিকি হ্যালি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখনই ট্রাম্প নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই মুহুর্তে, আমি আশা করি নিকি রেসে থাকবেন এবং শেষ পর্যন্ত লড়াই করবেন।
ট্রাম্প মঙ্গলবারের ভোটে তার সাফল্যকে এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে সফল সুপার মঙ্গলবার হিসাবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন, আমাদের জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আন্দোলনে যোগ দেয়ার জন্য সমস্ত হ্যালি সমর্থকদের আমন্ত্রণ জানাতে চাই।
মঙ্গলবার ১৫টি রাজ্যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি হয়। তাতে ১৪টিতেই বিজয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং একটিতে জয় পেয়েছেন নিকি হ্যালি।
ট্রাম্পের প্রধান প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হ্যালি ছিলেন শেষ প্রার্থী। তাই বাছাই পর্ব থেকে তার প্রার্থীতা প্রত্যাহার নিশ্চিত করে যে, ট্রাম্প রিপাবলিকান মনোনয়ন পাবেন।
দক্ষিণ ক্যারোলাইনার সাবেক গভর্নর হ্যালি ট্রাম্পের আমলে জাতিসংঘের রাষ্ট্রদূত ছিলেন।