যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রকাশ্য জনসভায় ট্রাম্পের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সংঘাত সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা, অবশ্যই আমারা গভীর উদ্বেগ এবং এটার নিন্দা জানাই। রাজনীতিতে কোনো সংঘাতের স্থান থাকা উচিত না।
যুক্তরাষ্ট্রে সংঘাতের বিষয় বলার আগে বাংলাদেশেও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, রাজনীতিতে কোনো সংঘাত আমরা চাই না।
আমাদের দেশে যখন মানুষ পুড়িয়ে হত্যা করে, গাড়ি পোড়ানো হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয়, সেটা কখনো কাম্য নয়, সেটি অনভিপ্রেত, এটা আইনবিরোধী।
এ সময় মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছেন, তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চান; কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর। তাদের বাণিজ্যিক লেনদেনের স্বার্থও আছে, সেটাও তারা গুরুত্ব দিয়েছেন।
বাংলাদেশ বিমসটেকের পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব নেবে জানিয়ে ড. হাছান বলেন, চিকিৎসাবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে কথা হয়েছে রিট্রিটে।
তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় পচনশীল পণ্য আমদানিতে বাংলাদেশের জন্য কোটা দেওয়ার বিষয়টি উঠে এসেছে।
কোটা আন্দোলন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সরকার কোটা পুনর্বহাল করেনি। হাইকোর্টের মাধ্যমে কোটার বিষয়টি এসেছে। বিষয়টি আদালতে বিচারাধীন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই হামলায় ট্রাম্পের কানে গুলি লেগেছে। হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। প্রেসিডেন্ট পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় এমন রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।