মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের মোবাইল ফোন লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। শুক্রবার (২৫শে অক্টোবর) সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, কমলা হ্যারিসের প্রচার দলের ব্যক্তিরাও একই ধরনের আক্রমণের শিকার হয়েছেন। হ্যাকাররা ফোন থেকে কোন তথ্য সংগ্রহ করতে পেরেছে কি না তা জানা যায়নি।

সেই প্রতিবেদনে বলা হয়, এর আগে মার্কিন কর্মকর্তারা ট্রাম্পের প্রচারণা দলকে ট্রাম্প ও ভ্যান্সের  ফোন চীনা হ্যাকারদের আক্রমণের লক্ষ্যবস্তুতে আছে বলে জানায়। তখন ট্রাম্পের প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চুয়াং এই আক্রমণের জন্য হ্যারিস প্রচারণা দলকে দোষারোপ করেন।

আমেরিকার বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ফোন যোগাযোগ বিদেশি গোয়েন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এফবিআই ও মার্কিন সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা (সিআইএসএ) এক যৌথ প্রতিবেদনে জানায় যে, চীনা হ্যাকাররা মার্কিন টেলিকমিউনিকেশন অবকাঠামোতে অবৈধভাবে প্রবেশ করেছে। এই পরিস্থিতি চিহ্নিত করার পরপরই, এফবিআই ও সিআইএসএ আক্রমণের শিকার প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে এবং প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাইবার আক্রমণ গত কয়েক মাসে বিভিন্ন মার্কিন টেলিযোগাযোগ সংস্থায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হ্যাকাররা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য অনুসন্ধান করছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।