আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী পদে নিয়োগ পেতে যাচ্ছেন ধনকুবের হওয়ার্ড লাটনিক। আর শিক্ষামন্ত্রীত্ব পেতে যাচ্ছেন লিন্ডা ম্যাক মোহান। বুধবার এ তথ্য জানিয়েছে সিএনএন।

লাটনিক মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যানটর ফিতজগেরাল্ডের প্রধান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত দলের কো-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন লাটনিক।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯শে নভেম্বর) বিবৃতিতে লাটনিকের ভূয়সী প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, লাটনিকের ওয়াল স্ট্রিটে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে। লাটনিক আমেরিকার রাজস্ব ও বাণিজ্যের বিষয়গুলোয় নেতৃত্ব দেবেন। সেই সাথে মার্কিণ বাণিজ্য প্রতিনিধি দফতরের অতিরিক্ত প্রত্যক্ষ দায়িত্বও সামলাবেন।

আর শিক্ষা মন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়া লিন্ডা ম্যাক মোহান পেশায় ব্যবসায়ী। রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত দলের কো-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।