বিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪শে মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। চলবে ৩০শে মার্চ পর্যন্ত। বুধবার (১৩ মার্চ) রেলওয়ে ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই তথ্য জানান রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী।
তিনি বলেন, আগামী ৩ই এপ্রিলের যাত্রার টিকিট পাওয়া যাবে ২৪শে মার্চ, ৪ই এপ্রিলের টিকিট ২৫শে মার্চ, ৫ই এপ্রিলের টিকিট ২৬শে মার্চ, ৬ই এপ্রিলের টিকিট ২৭শে মার্চ, ৭ই এপ্রিলের টিকিট ২৮শে মার্চ, ৮ই এপ্রিলের টিকিট ২৯শে মার্চ, ৯ই এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৩০শে মার্চ।
কইভাবে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ই এপ্রিল থেকে। অর্থাৎ ৩ই এপ্রিল পাওয়া যাবে ১৩ই এপ্রিলের টিকিটি। যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯শে এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮, ৯ই এপ্রিল।
মহাপরিচালক বলেন, গতবারের মতো এবারও ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। দুটি শিফটে- সকাল ৮টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট। এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।