ঢাকার কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় সংস্কার কাজ এখনো পুরোপুরি শেষ না হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্য দেখা দিয়েছে। এতে শনিবার (২৬ অক্টোবর) ভোর থেকেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় পঞ্চগড় এক্সপ্রেস। পরে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের বগি উদ্ধার হলেও সিগন্যাল সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হচ্ছে না। ফলে ট্রেনের শিডিউল বিপর্যয় এখনো কাটেনি। শিডিউল বিপর্যয়ের কারণে প্রতিটি ট্রেনই কমলাপুর থেকে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে। ফরে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। স্টেশনে এসেও ট্রেনে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

এছাড়াও শুক্রবার প্রায় সব ট্রেন স্টেশন থেকে দেরি করে ছেড়ে যায়। এর মধ্যে অনেকগুলো ট্রেন এখনো কমলাপুর স্টেশনে ফিরে আসেনি। এছাড়া রেলের অটোমেটিক অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেনের স্টেশনে প্রবেশে আর বের হতেও লাগছে দীর্ঘ সময়। এদিকে যাত্রীদের সঠিক কোনো শিডিউল জানাতে পারছে না রেল কর্তৃপক্ষ। এছাড়া টিকিটের টাকা ফেরত নিতেও ভোগান্তির কথা জানান ভুক্তভোগীরা।