রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরই মধ্যে তাকে রাষ্ট্রীয়ভাবে স্বাগত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ। কিমের এই সফরে সঙ্গী হিসেবে ক্ষমতাসীনদল ও সশ্রস্ত্র বাহিনীর সদস্যরাও রয়েছেন।

ক্রেমলিন জানিয়েছে, খুব শীঘ্রই রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সাথে বৈঠক করবেন কিম। তাদের এই আলোচনায় দুইদেশের মধ্যে একটি অস্ত্র চুক্তি হওয়ার কথা রয়েছে। সেই সাথে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করবেন দুই নেতা।

উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করবে, আবার পিয়ংইয়ংয়ের প্রয়োজনের সময় রাশিয়াও অস্ত্র সরবরাহ করতে পারে। এ চুক্তি কৌশলের চেয়ে লেনদেন ভিত্তিক হবে বেশি বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

এছাড়া, কিম জং উন পারমাণবিক অস্ত্র প্রকল্পে সফল হওয়ার জন্য উন্নত অস্ত্র প্রযুক্তি বা জ্ঞান সরবরাহের জন্য পুতিনকে অনুরোধ জানাতে পারেন।

তবে পিয়ংইয়ংয়ের সাথে মস্কোর অস্ত্র চুক্তি নিয়ে উদ্বেগে আছে পশ্চিমাদশেগুলো।