নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের গুলিতে শামীম নামে এক ডাকাত সদস্য আহত হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়। মঙ্গলবার ভোররাতে লেঙ্গুরদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়,উপজেলার আড়াইহাজার-মদনপুর সড়কে লেঙ্গুরদী এলাকায় একদল ডাকাত একটি গাড়ি থামিয়ে ডাকাতি করে। সড়কের টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে ১২ জনের ডাকাতদল পুলিশের সিএনজি থামিয়েও ডাকাতির চেষ্টা করে।
ডাকাতরা পুলিশ সদস্যদের রাম দা দিয়ে আঘাত করার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশের এএসআই হাবিবুর রহমান মাসুদ পিস্তল দিয়ে এক ডাকাতকে গুলি করে। পুলিশ ধাওয়া দিয়ে গুলিবিদ্ধ ডাকাত শামীমকে আটক করতে পারলেও অন্য সদস্যরা পালিয়ে যায়। আহত ডাকাতকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হলে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত বিপুল সংখ্যক দা, ছোরা উদ্ধার করেছে।