যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সারাদেশের স্মৃতিসৌধ ও শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। এছাড়াও ছিলো প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন এবং আলোর মিছিলসহ নানা আয়োজন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম প্রহর থেকেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশের স্মৃতিসৌধ ও শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। ছিলো পুষ্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। ভোরে তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে সকালে নিউমার্কেটস্থ মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। এর পর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। ছিল কুচকাওয়াজের আয়োজন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে রংপুরবাসী। সূর্যোদয়ের সাথে সাথে রংপুরের মডার্ন মোড়ে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
ময়মনসিংহে দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একাত্তরে নিহতদের স্মরণে গল্লামারী বধ্যভূমি স্মৃতি সৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিলসহ ছিল নানা আয়োজন।
শহীদ মিনারে পুস্তস্তবক অর্পণ করে একাত্তরের বীরদের স্মরণ করেছে কুমিল্লাবাসী। কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ছিল নানা আয়োজন।
পাবনায় দিনের প্রথম প্রহরে দুর্জয় পাবনাতে শ্রদ্ধা নিবেদন করেছে স্থানীয় আওয়ামী লীগ। পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।