যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নেভাদা অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো ক্ষমতাসীন ডেমোক্রেট পার্টি। এতে আগামী দুই বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ প্রেসিডেন্ট জো বাইডেনের দলের কাছেই থাকছে।

কয়েকদিনের ভোট গণনা শেষে স্থানী সময় শনিবার (১৩ই নভেম্বর) রাতে ডেমোক্রেট প্রার্থী ক্যাথরিন কর্টেজ মাস্তোর সিনেটর পদে পুননির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ মাধ্যম সিএনএন এবং অন্যান্য মার্কিন গণমাধ্যমও মাস্তোকে বিজয়ী ঘোষণা করেছে।

সিএনএন এর দেয়া সবশেষ তথ্য অনুযায়ী, উচ্চকক্ষ সিনেটে ১০০ আসনের মধ্যে ডেমোক্রেটদের রয়েছে ৫০টি আসন, আর রিপাবলিকানদের ৪৯টি। এছাড়া জর্জিয়া রাজ্যের ফল নির্ভর করবে ৬ই ডিসেম্বরের রানঅফ ভোটের ওপর। তবে সেখানে হারলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের একটি ভোটে এগিয়ে থাকবে ক্ষমতাসীন ডেমোক্রেটরাই।

মধ্যবর্তী এই নির্বাচনে নেভাডার সাবেক অ্যাটর্নি জেনারেল ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত অ্যাডাম ল্যাক্সাল্টকে হারান কর্টেজ মাস্তো। এর আগে অ্যারিজোনায় সিনেটর মার্ক ক্যালির জয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের সামনে সিনেটে নিয়ন্ত্রণ ধরে রাখার বড় সম্ভাবনা তৈরি হয়। সে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিলেন কর্টেজ। এই ফল বাইডেন প্রশাসনকে বেশ স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, ভোটের পর চারদিন পেরিয়ে গেলেও কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ কার দখলে যাবে তা নির্ধারিত হয়নি। যদিও নানান জরিপের ভিত্তিতে রিপাবলিকানদের দখলে যেতে চলেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। ৪৩৫টি আসনের মধ্যে ইতোমধ্যে ২১১টিতে জিতেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল। আর ২০৪টিতে জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি।