ইউক্রেনের বাখমুত শহর এখন রাশিয়ার দখলে।  শহরটি নিয়ন্ত্রণে নেয়ার পর সেখান থেকে সেনা প্রত্যাহার করে রুশ সেনাবাহিনীর কাছে শহরটির দখল হস্তান্তরের ঘোষণা দিয়েছে ওয়াগনার গ্রুপ।

তবে শহরটি দখলে নিতে ২০ হাজার সেনা প্রাণ হারিয়েছে বলেও স্বীকার করেছেন ওয়াগনার প্রধান।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে, প্রতিবেশি দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনে চুক্তিতে স্বাক্ষর করেছে রাশিয়া।

স্থানীয় সময় বৃহস্পতিবার এই চুক্তিতে স্বাক্ষর করেন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী। এ বছরের শুরুতে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। এর অংশ হিসেবে দুই দেশ আনুষ্ঠানিক চুক্তি করলো।

আগামী ১ জুলাইয়ের মধ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েনের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। মোতায়েন করা এসব অস্ত্রের নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার হাতে।