সকল কৌতুহলের অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় এলেন নোরা ফাতেহি। গত বেশ কিছুদিন ধরে নোরা ঢাকায় আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও অবশেষে তার ইতি ঘটলো। আজ শুক্রবার (১৮ই নভেম্বর) দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন নোরা। এ সময় তার সাথে নিজস্ব নৃত্যশিল্পীদের বহর ছিল।

নোরা ফাতেহি বিমানবন্দর থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন। সেখানে বিশ্রাম শেষে সন্ধ্যার দিকে তিনি মঞ্চের উদ্দেশে রওনা দিবেন। উইমেন লিডারশিপ কর্পোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এ নোরা অংশ নেবেন বলেও আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

এছাড়া আজ রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। এরই মধ্যে নোরা ফাতেহির পারফরমেন্সের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। অসংখ্য ভক্তদের সামনে তিনি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করবেন তিনি। আগামী নোরা ফাতেহি আগামীকাল (১৯শে নভেম্বর) শনিবার বিকেলে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।