আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ এ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের আশপাশে জড়ো হয় হাজারো শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগান স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ হলো আজ। দিনটি উপলক্ষ্যে আন্দোলনে নিহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিকেল ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও, তারও অনেক আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়েল শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন সেখানে। শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

sohidi march-2

বেলা তিনটার কিছু পর শুরু হয় শহীদি মার্চ। জাতীয় পতাকা ও নানা প্ল্যাকার্ড নিয়ে শহীদি মার্চ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। এসময় দেশ নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যায় জানান শিক্ষার্থীরা।

রাজু ভাস্কর্য থেকে শহীদি মার্চ শুরু হয়ে নীলক্ষেত-নিউমার্কেট-কলাবাগান-মিরপুর সড়ক হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা প্রদক্ষিণ করে। ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে শহীদি মার্চ।

গত জুলাইয়ের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-নির্যাতনের এক পর্যায়ে তা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।