আজও রাজধানী ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২৬৬। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা ৪৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে, বায়ুদূষণে শহরগুলোর তালিকায় শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ৩৪৭। ফলে এই শহরের বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’। ২৪২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর ও ২৩৫ নিয়ে চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানের করাচি। এতে করে এই দুই শহরও বায়ু ’খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর বিবেচনা করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ।
বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না।