বায়ুদূষণের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। শহরটির স্কোর ১৯৯, যা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এদিকে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ৪৪১, অর্থাৎ সেখানকার বাতাস দুর্যোগপূর্ণ।

সোমবার (৩০শে অক্টোবর) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ৩১১ অর্থাৎ সেখানকার বায়ুর মানও দুর্যোগপূর্ণ।

জানা গেছে, রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

উল্লেখ্য, বায়ুর মানের স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।